West Bengal Weather: আজ থেকে ৫ দিন কেমন থাকবে আবহাওয়া? কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস?
Weather Forecast: আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তাল থাকবে সমুদ্র। তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

West Bengal Weather: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ এবং তা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এই নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তাল থাকবে সমুদ্র। তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
২৫/০৭/২০২৫- শুক্রবার
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। অতিরিক্ত ভারী বৃষ্টিও (২০ সেন্টিমিটারের বেশি) হতে পারে। এই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু-এক জায়গায়।
২৬/০৭/২০২৫- শনিবার
হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার এক-দু জায়গায়।
২৭/০৭/২০২৫- রবিবার
হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলার দু-এক জায়গায়।
২৮/০৭/২০২৫- সোমবার
হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের দু-এক জায়গায়। ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলার দু-এক জায়গায়।
২৯/০৭/২০২৫- মঙ্গলবার
হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। আবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বর্ষণ হতে পারে।
৩০/০৭/২০২৫- মঙ্গলবার
হাল্কা থেকে মাঝারি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। অর্থাৎ বোঝা যাচ্ছে মঙ্গলবার থেকে সম্ভবত কিছুটা কমবে বৃষ্টি। তবে সোম-মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলেও আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর।
No comments:
Post a Comment