Sunday, July 13, 2025

আগামী সপ্তাহে কতদিন চলবে বৃষ্টি? কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস? বিস্তারিত পড়ুন- #weatherforecast #WeatherUpdate #rainyweather

 Weather Update: সোম থেকে বুধ, টানা চলবে বৃষ্টি, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগের আশঙ্কা

Weather Forecast: সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Weather Update: রবিবার সকালের দিকে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও, বেলা বাড়লেই দেখা গিয়েছে মেঘলা আকাশ। দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টিও। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে যে এই সপ্তাহে চলবে বৃষ্টি। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাব বজায় থাকবে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূল অঞ্চলে। চলবে বৃষ্টিপাত। 

সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার দু-এক জায়গায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মঙ্গলবার। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - এই জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, আগামী কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার- উত্তরবঙ্গের উপর দিকের এই ৫ জেলাতেই মূলত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, যেহেতু সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নিচু এলাকায় জল জমতে পারে। জল জমার কারণে দেখা দিতে পারে তীব্র যানজট। ফুল এবং ফসলের চাষের ক্ষতি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য। নিরাপত্তার কারণে সাধারণ মানুষকে খোলা মাঠে, গাছের নীচে দাঁড়াতে বারণ করা হয়েছে। রেল লাইনেও জল জমতে পারে। ফলে বিপর্যস্ত হতে পারে রেল পরিষেবা। যেহেতু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে তাই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওড়িশার উপকূলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে। 

No comments:

Post a Comment

দক্ষিণের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি! উত্তাল হতে পারে সমুদ্রও, উত্তরে অতি ভারী বর্ষণের সতর্কতা

  দক্ষিণের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি! উত্তাল হতে পারে সমুদ্রও, উত্তরে অতি ভারী বর্ষণের সতর্কতা আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ...